মানুষের রক্তে বইছে নদীর স্রোত
সাথে সাথে বয়ে চলে বিভেদ শপথ।  
বিশ্বে শান্তি রবে দুঃস্বপ্নে ঘেরা ছায়াতে,  
সম্ভাবনা মরে যায় বন্দুক আঘাতে।  

ভাষা, ধর্ম, বর্ণ, রাষ্ট্র ভিন্ন রঙা জটে
তবে কি মানুষ আজ কালের সংকটে?  
অভিমানী মূল জুড়ে, বিদ্বেষের বাস,  
জমে আছে বুকে তবু জ্বলন্ত নিশ্বাস।  

তবুও আশায়— সেই শূন্যের আলোয়
বিপন্ন ধরণি যেন মলিন ভালোয়,
ভাঙবে কি সে দেয়াল, উঠবে কি গান?  
মানুষই করুক না, মানুষ সন্ধান।

রচনাকাল: ২৪।০১।২০২৫ ইং