দেহের মাঝে অস্থিরতায় চলছে করুণ ঝড়
কাঁপন দিয়ে শরীরে খুব বেড়ে গেছে জ্বর,
ভিতরটা যে যাচ্ছে পুড়ে একশো তিনে তাপ
মুক্তি কিসে জ্বরের বিষে! ডাকছি সবে বাপ।
শরীরটা খুব দুর্বল হয়ে বুক ধড়ফড় করছে
চতুর্দিকে পাখির মতো নিত্য মানুষ মরছে,
ব্যথা সারা শরীর জুড়ে চলাফেরাও বন্ধ
জিহ্বা স্বাদও লোপ পেয়েছে পাইনা নাকে গন্ধ।
সারা দেহে জ্বলাপোড়া স্বস্তি কোথাও নাই
বন্ধ দানা বন্ধ পানি বেঁচে থাকায় দায়,
বাহাদুরি খুব করেছি এখন জ্বরের পালা
পাপের তাপে মরছি সবাই পোহাচ্ছি তাই জ্বালা।
এবার থামাও জ্বরের ঝড়ে আর মেরো না আল্লাহ
তোমার কাছে ভুল করেছি দিয়েছি তাই পাল্লা,
আল্লাহ তুমি রহম করো এবার করো মাফ
উঠিয়ে নাও জ্বর সুনামি সকল পাপের তাপ।
রচনাকাল: ৩০।০৬।২০২১ ইং
দৈনিক মানভূম সংবাদ, ০৪ আগস্ট ২০২১ ইং