তুমি এমনও দিনে
তুমি এমনও দিনে....
আসিলে মোর কুঁঠিরে।।
দেখিয়া শয়ন
ভিজিলো নয়ন,
ক্রন্দনের জলে
হৃদয় অতলে
বিক্ষত করিলে....
তুমি নিজেকে নিজেই স্মৃতির আঁচড়ে।
সাঙ্গ হলো মায়ার বাঁধন
ছিন্ন আজি ধরণী,স্বজন
আমি ছিলাম আঁচলে এতোদিন যার
চিৎকার বুকফাঁড়া দেখো মোর মা'র
ঐ জারুলও তলে....
ছোট বোনটিও কাঁদে, বড়ই আদুরে।
ভুলেছি যতো বাসনা
ভুলেছি চন্দ্র জোছনা,
মিশে গেছি আমি আজ অনন্য সে স্বাদে
চড়েছি বিদায়ক্ষণে পিতার ঐ কাঁধে
তাঁর নয়নও জলে....
ভিজেছি প্রথম এসে নতুন এ ঘরে।
তুমি এমনও দিনে
তুমি এমনও দিনে....
আসিলে মোর কুঁঠিরে।।
রচনাকাল: ০২।০৪।২০১৮ ইং
দৈনিক ঘাঘট, ১১ ডিসেম্বর ২০২০ ইং