এ যেন এক বিষন্ন যাত্রা
আঁধার ঠেলে পৌছাতে চাই
স্বচ্ছতার ভোরে আলোময় ছায়ায়,
সম্মুখে ভেঙে পড়ে মাউন্ট এভারেস্ট।
তবু উঠে দাঁড়ায় প্রবল আস্থা
চলতে থাকে সর্বোচ্চ চূড়া মাড়িয়ে
ওপারে নিভৃতে মগ্ন নিয়নের আশায়
আবারও আঁছড়ে পড়ি পাদদেশে।
অতঃপর শক্তির সাহস সঞ্চার
ব্যর্থতা পরাজিত হয় কারো কাছে
কেউ নিমজ্জিত ব্যর্থতার স্তুপে
এভাবেই আমি, তুমি, সমাজ--
রাষ্ট্র এগিয়ে চলে বিষন্ন যাত্রাপথ
শুধু কেউ কেউ পায় বিজয়ের রথ।
রচনাকাল: ১১।১১।২০২০ ইং
দৈনিক সংগ্রাম, ২০ নভেম্বর ২০২০ ইং
সাহিত্যের জলছাপ সরলতা, ১৫ সেপ্টেম্বর ২০২২ ইং
দৈনিক কলম সৈনিক, ১৬ সেপ্টেম্বর ২০২২ ইং