শেষপ্রান্তে জীবন বিষাদের অঙ্ক
জলে পূর্ণ কলসের মত উপছে পড়ছে
আর কোন সংখ্যা নেই বাকি
অশান্তির অনলে জীবন বিষাদময়!
ছাব্বিশ বছরেও এতটুকু মানুষ হতে পারিনি
পারিনি হতে বাবা, মা কারো কাছেই ভালো
আলো ছড়াতে পারিনি পকেট ভর্তি
ভালো হতে, মানুষ হতে--- এ যুগে
মাসে মাসে পকেটে ছড়াতে হয় আলো।
রচনাকাল: ০৩।০৩।২০২১ ইং
দৈনিক ফুলকি, ০৮ মার্চ ২০২১ ইং
দৈনিক আজকের খবর, ১২ মার্চ ২০২১ ইং