তুমি সূর্য হতে যদি
আমায় শুকাতে প্রখর রোদে,
তুমি ঝরনা হলে হয়তো
আমায় ভিজিয়ে দিতে কেঁদে।
তুমি উড়িয়ে নিতে আমায়
বৈশাখী ঝড় হতে যদি,
তুমি ডুবিয়ে দিতে হয়তো
হতে যদি সমুদ্র-নদী।
তুমি ছড়িয়ে দিতে সুবাস
হতে যদি সদ্যফোঁটা ফুল,
তবে অগ্নি শিখা না হয়েও তুমি
পুড়ালে আমায় বিরহে প্রতুল।
রচনাকাল: ১৯।০১।২০১৭ ইং
দৈনিক সংগ্রাম, ১৬ অক্টোবর ২০২০ ইং
দৈনিক ঘাঘট, ০৪ নভেম্বর ২০২০ ইং