অস্থির এখানে চর্তুদিক  
তরুণ মেঘের ঘনঘটা,
নামিবে হয়তো অচিরেই
বিপ্লবী বৃষ্টির নবছটা ।
নামবি যখন বৃষ্টিধারা
বিজলী বেগেই নেমে আয়,
বাঁচুক বাঙালি ভাই-বোন
বাঁচুক আমার বাংলা মা'য়।

তোমরা চালাও কণ্ঠ-বৃষ্টি
আমরা ঝরায় শব্দ-বৃষ্টি,
ঢেলবো না'হয় সবে মিলে
ঢেউয়ের তালে রক্ত-বৃষ্টি।
তবুও তোমরা দলবলে
ইতিহাস মোড়া এ রাস্তায়-
নেমে এসো হে, বিদ্রোহী হয়ে
এ জমিন দেবো না সস্তায়।

রচনাকাল: ১১।০৪।২০১৮ ইং
আমাদের গল্পকথা, ১৬ ডিসেম্বর ২০১৯ ইং
দৈনিক জন্মভূমি, ০২ জুলাই ২০২২ ইং
দৈনিক ফুলকি, ০৪ জুলাই ২০২২ ইং