প্রকৃতি বসন্ত বিলাসী হয়ে উঠেছিলো
খুব করে চাচ্ছিলাম এমন একটি বিকেল,
ভেবেছিলাম বসন্ত বিদায় মুহূর্তটা স্মরণীয় হবে।
ঘুঘু ডাকা আর কোকিলের সুর ভেসে যাবে-
দূর হতে বহু দূর-দূরান্তে,
বিদায়ী ক্ষণ সুখের হবে এ বসন্তে।

সহজেই বুঝে নিলাম সেটা সম্পূর্ন ভুল
বিদায় সুখের হয়না, কাঁদিয়ে যায় আকুল।

মুহূর্তে মেঘে মেঘে ছেঁয়ে গেলো আকাশে
শো-শো শব্দের ঝড় উঠলো বাতাসে,
কী আজব কয়েক মিনিটে দিন হলো রাত
বেড়ে গেলো মেঘ-বিদ্যুৎ-বাতাসের সমন্বিত সংঘাত।
সমস্ত ফসল, বৃক্ষরাজি মস্তক অবনত করে-
কাকে যেনো বিনম্র সেজদা করিলো ভক্তি ভরে।

কার এতো ক্ষমতা? কে করলো এমন?
নিশ্চয় তিনি, সৃষ্টি যার গোটা জাহান।

সবাই কেমন যেনো ভয়ে ভয়ে আছে
আকস্মিক সুন্দর বিকেলের মৃত্যুতে,
বুঝে গেলাম আরো একবার ক্ষমতা কী?
কে সেই মহা জাগতিক ক্ষমতার একমাত্র অধিপতি?
বুঝেছি কে সে জলের অভ্যন্তরে আগুন জ্বালায়
সময়ে অসময়ে চড়িয়ে দেয় মৃত্যুভেলায়।

রচনাকাল: ০৩।০৪।২০১৭ ইং
দৈনিক ফুলকি, ২৭ ডিসেম্বর ২০২১ ইং
মানভূম সংবাদ, ২৭ ফেব্রুয়ারি ২০২২ ইং