তুমি ছিলে সেদিন বিকেলের মেয়ে
তোমাকে দেখেছি দূর থেকে চেয়ে,
যাইনি কাছে শুনিনি কোন কথা
এ হৃদয় শুধু এঁকেছে নিজের ব্যথা।
তুমি ছিলে সেদিন বিকেলের মেয়ে
আকাশ নীলা নয়, তুমি সুন্দরী সবচেয়ে,
দৃশ্যমান নীলিমায় ভাসে সাত রং
তোমাকে দেখে বুঝেছি তার ঢং।
তুমি ছিলে সেদিন বিকেলের মেয়ে
হৃদয় মাঝে এসেছো অজানা রথে
দক্ষিণা সমীর বহে মনে হয় যেনো--
সবটুকু তোমার ঐ ওড়নাতে।
তুমি ছিলে সেদিন বিকেলের মেয়ে
সূর্যটা নামছিলো লালবর্ণ ছেঁয়ে,
হঠাৎ তার পাশে ঘিরেছে ধূসর মেঘে
একি! সে'লাল তোমার কপালের টিপে লেগে।
তুমি ছিলে সেদিন--
অপরূপা বিকেলের মেয়ে সেজে
হয়তো কিছুক্ষণ আমার এ হৃদয় বেজে
আশ্চার্য হঠাৎ দেখি তুমিতো কোথাও নাই
ও হ্যাঁ, সন্ধ্যা গড়িয়ে বিকেল’তো শেষ-
তাহলে আবার কেন তোমাকে চাই?
রচনাকাল: ০৭।০৫।২০১১ ইং
দৈনিক চাপাঁই দর্পণ, ২৭ নভেম্বর ২০২০ ইং