চকচকে ঝকঝকে প্রাণের এক শহর
প্রতিদিন প্রতিক্ষণ বাড়ছে তার বহর।
গুলশান বারিধারা বনানীর নেমেছে ঢল
বইছে নতুন করে আহা স্বপ্নের পূর্বাচল।
বিলবোর্ড বিজ্ঞাপনে সুন্দরী দেখো সাজে
মানবতা ধর্ষিত হয় তার দেহের ভাজে ভাজে।
দূর্নীতি মাদক রবে না সেতো মিথ্যে আস্ফলন
শহর জুড়ে কত নেতা-নেত্রীর মডেল বিজ্ঞাপন।
কতই না তাতে মন ভুলানো প্রাণঢালা শুভেচ্ছা
বাস্তবে রক্তাক্ত ওদের হাত সাজায় যত কিচ্ছা।
উন্নয়নের বিজ্ঞাপনে আজ দেশটা ছেঁয়ে গেছে
খুন ধর্ষন লুটপাট তবু নির্বাক জাতী মরেও বেঁচে।
পাল্লা দিবে বিশ্বে অত্যাধুনিক স্বপ্নের আইকন
বাঙালির ঐশ্বর্য নরকে এক বিরাট বিজ্ঞাপন।
পদ্মা মেঘনা সেতু, মেট্রোরেল, উন্নয়নতো বেশ
অবকাঠামো আকাশ ছোঁয়া, নৈতিকতা সব শেষ।
ডিজিটাল বিজ্ঞাপন চলে রাস্তার মোড়ে মোড়ে
আড়ালে তার- অজস্র পেট ক্ষুধায় দেখো পোড়ে।
বলতে পারো বিজ্ঞাপন নেই কেন মোটা চালের?
বিজ্ঞাপন নেই কেন পোকাধরা বুটের ডালের?
রচনাকাল: ২৯।০৮।২০১৯ ইং
দৈনিক আজকের খবর, ২৬ সেপ্টেম্বর ২০২০ ইং
দৈনিক কালের চিত্র, ০৬ আগস্ট ২০২২ ইং