সত্যিই দুঃখিত,
না লিখে পারলাম না
কি করবো বলো?
ভুলতে পারছি না,
ভুলবো না তোমার ওই চার মিনিটের দুঃসহ পাশে থাকা
তোমাকে শুধুই দেখছিলাম,
উল্টাপাল্টা ভাবছিলাম,
না পেরে তোমার হাতে আমার স্পর্শ এঁকে দিলাম।
শিহরণে তুমি হালকা সাড়া দিলে
ওড়নাতে গলার নিচে একটু বেরিয়ে আছে সুতো
ব্যস আর কি পেয়ে গেলাম ছুতো,
ওটা ছাড়াতে গিয়েই তো আর একটু ছুঁয়ে দেওয়া
টের পেলাম আরও একবার শিহরিত হলে তুমি।
এক জীবনে তো মাত্র কয়েকটা বছর সময়
না হয় দিলে অধমকে জলাঞ্জলি,
তবুও তোমার বুকের উষ্ণতায়-
গরম নিঃশ্বাসে বেঁচে থাকতে চাই আমি।।
রচনাকাল: ০৪।০১।২০১৭ ইং
দৈনিক ঘাঘট, ১৯ জানুয়ারি ২০২১ ইং