বিবস্ত্র এই পৃথিবীকে
বস্ত্রে আবৃত করো
নিশ্চিত ধ্বংস জেনেও
না'হয় এতোটুকু বাঁচিয়ে রাখলে
আজব এই গ্রহটির
একটি ক্ষুদ্র অস্তিত্ব।
তাতে অন্তত কিছুদিন টিকে থাকবে
এই নশ্বর নাট্যশালা;
অন্তত ক্ষণকাল হলেও
টিকে থাকবে আমাদের অস্তিত্ব।
শুধু ভালোবাসো, ভালোবাসো, ভালোবাসো
অহং বা আমিত্বকে নয়
ভালোবাসা দাও সার্বজনীন
ভালোবাসো বিশ্ব মানবতাকে।
রচনাকাল: ২৪।০৩।২০১৮ ইং