শত শত রাত কেটে ভোরের পরে
প্রখররোদ্র দুপুরে
আকাশে জ্বলজ্বলে সূর্য তবু মেঘমালা
করছে কী যে খেলা।
বিকেল শেষে নেমে আসে রক্তিম গোধূলি
ঝরে পড়ে শিশুর গায়ে খেলনা বালি ধূলি।

আজকের মত বন্ধ ঘোষণা কর্মের ঝাপি
ক্লান্তিরা ছুটি দেয় সব দাপাদাপি।
বাসায় ঢুকে অশান্ত পেঁচারা
তাদের মতোই অসংখ্য বেচারা
মানুষেরা কেউ বিছানা পেতেছে ঘরে
কেউ যেন চূরমার--- বিষন্ন নিনাদ অন্তরে।

এইভাবে তুমি বাংলা, ভালো-মন্দের বাংলাদেশ
সারাক্ষণ শেষ তবু--- হচ্ছো না শেষ!
রাত্রি হতে ভোর--- সকাল থেকে নিশিতে
মদ্য বোতল কারো ওষুধের শিশিতে
কাটছে আঁধার কারো অন্ধকারে বেলা
ভাঙছে গড়ছে কখনো এমনি চলছে ভেলা।

রচনাকাল: ১৯।০৮।২০২১ ইং
সাপ্তাহিক কবির কলম, ২৭ আগস্ট ২০২১ ইং
সাপ্তাহিক বাঁশপত্র, ২৮ আগস্ট ২০২২ ইং