খুব-খুব-খুব ব্যগ্র ছিলাম তোমার প্রতি
সমস্ত কিছুই তুমিময়-
ছিলো একটা সময়, এ হৃদয়ের আকুতি
তুমি শোনোনি এমন নয়!
যেদিন হতে বুঝেছি তুমিতো আমার নয়
আমি ভিষণ ব্যর্ধ প্রণয়ী,
কষ্ট পেয়ে নষ্ট হয়ে ঘুরে ঘুরে সর্বদায়
পারিনি থাকতে সবিনয়ী।
ভুলি নাই কোন স্মৃতি তুমিই টেনেছো ইতি
ধরেছো অতিরঞ্জিত হাত,
বাতাস মুখে শুনবে নিভেছে জীবন জ্যোতি
আমার এসেছে মহারাত।
কত প্রেম ছিলো কত ইচ্ছে ছিলো তুমি হবে
এ মনোরাজ্যের মহারাণী,
মিথ্যে হলো স্বপ্নজাল, আজীবন তাই রবে
কেউ নেই শুনবে বক্ষবাণী।
রচনাকাল: ০৮।০২।২০১৯ ইং
দৈনিক সাত সকাল, ২০ ডিসেম্বর ইং