আমি বেকার বলে
পকেট বড্ড ফাকা,
পাই না কোথাও ঠাঁই
একটু দরদ মাখা।
আমি বেকার বলে
নেই চাল চুলো হাড়ি,
মায়ের মুখে বকা-ঝকা
বাবা দেয় খুব ঝাড়ি।
আমি বেকার বলে
নাম তাই ভবঘুরে,
সবাই বলে যাসনে কেন
বাড়ি ছেড়ে দূরে।
আমি বেকার বলে
দেশের দশের বোঝা,
অর্থ রোজগার ব্যাতি
উন্নতি অতো সোজা?
আমি বেকার বলে
কোন অন্যায় বিনে,
সব দোষ ঘাড়ে চাপে
বোঝে তা কয় জনে!
আমি বেকার বলে
বাসা বাঁধে অভাব,
টাকার খুব প্রয়োজন
নষ্ট করি স্বভাব।
আমি বেকার বলে
নেই'রে কোন মুল্য,
অপদার্থ রাবিশ
আমড়া কাঠের তুল্য।
আমি বেকার বলে
বৃথা হলো জীবন,
অভিশপ্ত কীট রূপে
ছড়ায় শুধু দহন।
আমি শুধু- বেকার বলে
সংসার পুড়ে হলো ছাই,
কত দুঃখ কত'যে শোক
বেঁচে আছি খুব যন্ত্রনায়।
রচনাকাল: ১৭।০৩।২০১৭ ইং