পৃথিবী আজ রঙহীন বিবর্ণ এক রঙধনু
সভ্যতা যেন অসভ্যেরই চিরকালের অংশ
রঙচটা ঘুনে ধরা পৃথ্বীর আয়ুকাল শেষ
দুপেয়ে জন্তুর মিথ্যে রঙ নিয়ে কাড়াকাড়ি
জানোয়ারও লজ্জিত; লির্লজ্জ এদের বাড়াবাড়ি।
এদের হাতে আছে বুলেট সজ্জিত অস্ত্র
আছে দাজ্জালী প্রশিক্ষিত আজ্ঞাবহ কুকুর
আছে কালো টাকায় ক্রয়কৃত কালো হাত
পৃথিবীর ঘরে ঘরে আজ জাহান্নামের আগুন
দাউ-দাউ করে এ ঘরে তা জ্বলছে দ্বিগুণ।
বিশ্বজুড়ে চলছে গরু মেরে জুতা দানের উৎসব!
অন্ধকারে নিক্ষেপ করে আলো দেখিয়ে কী লাভ?
ডাস্টবিনে বসিয়ে সুস্বাদু খাবার দেয়ার অর্থ কী?
রক্তাক্ত করে চিকিৎসা করানোর মানেটা কী?
আগুন লাগিয়ে ফায়ারসার্ভিস ডাকার অর্থ কী?
অর্থ যাইহোক, মূলসহ বৃক্ষকে কেটে ফেলে
ফলের বদলে বড়জোর ফার্নিচারের কাঠ পাবে
ফল কখনো পাবে না।
তেমনি পৃথিবীজুড়ে অবকাঠামো বাড়বে নিশ্চয়
মানব জাতির আকাঙ্খিত উন্নয়ন কখনো হবেনা।
রচনাকাল: ২১।০১।২০১৯ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ০৫ সেপ্টেম্বর ২০২০