আমি বাতাস, আমার জন্ম হয়েছিলো শূন্যে
না কোনো রঙ, না কোনো আকার—  
শুধু ছুটে চলার ক্ষমতা নিয়ে।  

আমাকে কেউ দেখে না
তবু আমি ছুঁয়ে দিই মুখ,  
চুল এলোমেলো করি
গাছের পাতায় ফিসফিসিয়ে বলি—  
একদিন আমিও ক্লান্ত হবো।  

আমি ছিলাম প্রথম কান্নার সাক্ষী  
যখন তুমি পৃথিবীতে এলে,  
আমি ছিলাম শেষ বিদায়ের সঙ্গী
যখন কারও কবরের মাটি নড়ে উঠলো।  

আমি পাখির ডানায় ভর করে উড়ি
আকাশচুম্বী অট্টালিকার ফাঁকে আটকে থাকি,  
কখনো সমুদ্রের ঢেউয়ে গলে যাই
কখনো মরুভূমিতে বালির মতো ক্ষয়ে যাই।  

মানুষ আমাকে ডাকে কখনো নরম সমীরণ
কখনো ঝড়, কখনো তুফান—  
কিন্তু কেউ জানে না,  
আমি শুধু ছুটে চলি  
একটা নামহীন গন্তব্যের দিকে।  

১০.০২.২০২৫