কাল্পনিক নয়,
বাস্তবতা নিয়ে লিখতে বেশি- ভালোবাসি।
সুখকর নয়,
দুঃখে মোড়া জীবনে খুঁজি- কাব্যরাশি।

প্রশংসা নয়,
সমালোচনায় সব থেকে বেশি- পছন্দ।
আলোচক নয়,
আলোচকের বক্তব্যে বিচার করি ভালো কী-মন্দ।

কবিতার ছন্দ নয়,
কাব্যিক অর্থপূর্ণ প্রাঞ্জল ভাষা রীতিতে- বিশ্বাসী।
আগ্রাসী নয়,
বন্যকে হন্য হতে না দেওয়া হলো- অবিশ্বাসী।

সময়ে(সুসময়) নয়,
অসময়ে (দুঃসময়) পাশে থাকায় হলো- মানবিকতা।
জীবন্ত নয়,
জীবন যুদ্ধে লড়ে টিকে থাকা হলো- পারদর্শিতা।

রচনাকাল: ২৭।০৪।২০১৭ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ২৫ সেপ্টেম্বর ২০২০
দৈনিক রূপসী বাংলা, ২৩ অক্টোবর ২০২১