প্রতিদিন প্রতিক্ষণ নষ্ট হয়ে যাই
প্রভু, রক্ষা করো তুমিহীনা কেউ নাই।
রাতদিন গিলে খাই সে'সব অখাদ্য
তাতো পশুরও খাদ্য নয়
প্রভু, এনে দাও সুপ্ত ভয়
প্রতিদিন প্রতিক্ষণ আমরা অবাধ্য।
এ সংসার সাংঘাতিক নিষ্ঠুরতা ভরা
এ পথের প্রতিপদে ক্ষুধা-মৃত্যু-জ্বরা।
পথের ধূলোয় মিশে থাকে জাহান্নাম
এখানে বাঁচতে শেখা দায়
কী করে জীবনকে সাজায়
পাবো কি কখনো মোরা জান্নাতের দাম?
প্রতিদিন প্রতিক্ষণ নষ্ট হয়ে যাই
প্রভু, রক্ষা করো তুমিহীনা কেউ নাই।
রচনাকাল: ১০।০৫।২০১৯ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ১৮ জুলাই ২০২০ ইং
দৈনিক ঘাঘট, গাইবান্ধা, ১৮ জুলাই ২০২০ ইং