হে বাংলা তুমি দিবস তুমি রজনী
তুমি পনের কোটি বাঙালীর জননী।
শীতল সমীর পদ্মার বারি নির্ঝর
জুড়ায়েছে তনু যারা তনয় বঙ্গের।

তোমারই বুকে সূর্যের উদয় হয়
একরাশ প্রভা ছড়িয়ে মেশে সন্ধ্যায়।
সবুজের গালিচা পেতে দিয়েছো ঠাঁই
ধন্য এ হৃদয় আর কিছু নাহি চাই।

অপূর্ব বাংলার রূপ ও তার মুখ
দেখলে একবার মনেতে জাগে সুখ।
মেঘেরাও ডানা ঝাপটায় দুলে দুলে
বঙ্গ রমনী ভাসায় বক্ষ, চুল খুলে।

এ বঙ্গে জন্মিছে ফুল ফল বৃক্ষ লতা
এখানে পাখিরা সর্বদা মেলেছে ডানা।
জীবন তরঙ্গে ভাসে অসংখ্যা তরী
বসে বসে শূন্য মনে তা'রি ছবি আঁকি।
                
রচনাকাল: ০৬।১২।২০১১ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ০৪ জুলাই ২০২০ ইং  
আলোকিত সকাল, ১১ জুলাই ২০২০ ইং
দৈনিক সাত সকাল, ০৭ ফেব্রুয়ারি ২০২১ ইং