একটি পরিশুদ্ধ দেহ ও কোমলপ্রাণ সমন্বয়ে
আমাকে--- আপনাকে সৃষ্টি করেছিলেন
মহাবিশ্বের অবিনশ্বর একক অধিপতি।
পবিত্র আত্মার আগমণ পৃথিবী অভিমুখে
অতঃপর--- কিছুকাল বীভৎস চলাচল
কথা ছিলো বিন্যাস্ত পরিধিতে থাকবে সে গতি।
তা আর হলো না আমাদের!
বিষাক্ত দর্পণে মুখ রেখে চলেছি
অবিরাম--- অন্তহীন অবহেলা থরে থরে
ভ্রান্তির ধূম্রজালে আটকে আছি সবাই
ধূমকেতুর মত অদেখা থাকে দু'একটি পবিত্র আত্মা
বাকিদের আত্মার আর্তনাদে অভিসম্পাত ঝরে।
রচনাকাল: ০৮।০২।২০২১ ইং
দৈনিক আজকের খবর, ১০ এপ্রিল ২০২১ ইং
দৈনিক পুবের কলম, ১১ এপ্রিল ২০২১ ইং
সাপ্তাহিক স্লোগান, ১৯ এপ্রিল ২০২১ ইং
দৈনিক মানভূম সংবাদ, ২১ এপ্রিল ২০২১ ইং
মাসিক রংধনু, এপ্রিল ২০২১ ইং