আশাহত প্রণয়ীর মন ঝরোকা
ভেঙেছে যেনো আজ,
সব মুগ্ধতা নিঃপ্রাণ রয়, যেথায়-
ছিলো না ভয় লাজ।
মন বাসনা চূর্ণ হলো
ফুটিলো না প্রেমের ফুল,
জানতে পারিনি কী ছিলো
ভালোবাসায় ভুল?
তবুও ভালোবেসে যাবো
হৃদয় ভাঙা গল্প তোমাদের কবো।
রচনাকাল: ২৪।০৬।২০১৯ ইং