প্রকৃতির এই ভরা বসন্ত উৎসবে
বসেছে তোমার বিয়ের মহোৎসব।
নাচে গানে মাতামাতি, হৈচৈ রঙবাজি
হয়েছে তোমার বিয়ের আংটি বদল,
ফিরে এলো দ্বারে বসন্ত, শ্রাবণ বেসে
আমার বুকে নামলো প্রখর বাদল।
তোমার বসন্ত, রয়ে গেলো বসন্তই
আমার হলো প্লাবণ, ভারি বর্ষা অথৈ।
তোমার জীবনে ফুটিলো বাসন্তীফুল
আমার চোখে জমেছে আকূল সাগর
ভেসে যায় দূরে, কোথাও নেই যে কূল।
বসন্তীরঙ ছড়িয়ে গেলো বসন্তদূত
ধন্য হয়েছো নিশ্চয় ভুলেছো অতীত।
সুখে থেকো তুমি, পেয়ে সাধের জীবন
নিরবে কখন হবে জানবে না কেউ
আমার এ অস্তিত্বের শেষ তিরোধান।
রচনাকাল: ১৬।০৩।২০১৭ ইং
প্রকাশ: দৈনিক চাপাঁই দর্পণ, ২৯ নভেম্বর ২০২০ ইং