আমি শ্রমিক---
এই সভ্যতা আমার হাতে নির্মাণ
তবুও আমি অবহেলিত জীবন ভর
মুল্যহীন কামলা আমি, নেই সম্মান।
আমি শ্রমিক---
সমাজে এক নির্যাতিত প্রাণী
যুগের পর যুগ আমিই বয়ে চলি গ্লানি।
রচনাকাল: ২৫।০৪।২০২১ ইং
পাক্ষিক প্যারিস টাইমস, ০১ মে ২০২১ ইং
সাপ্তাহিক নতুন গতি, ১৭ মে ২০২২ ইং