''স্বাধীনতা' আমার কাছে তীব্র-প্রখর
মোটামুটি ডাল-ভাত খেয়ে বেঁচে থাকা নয়
ব্রিটিশ-পাক যুগেও তা খেয়েছে মানুষ
শোষন-পীড়ন, বৈষম্য, হত্যা এখনো আছে ভয়।

''স্বাধীনতা' আমার কাছে অসম্ভব রকম বিস্তৃত
স্বাধীনতার পরিধি শুধু মানচিত্রে সীমাবদ্ধ নয় মানুষের পাওনা অধিকার, সমুন্নত শির উঁচিয়ে-
আঁতুড়ঘর হতে দাফন পর্যন্ত সুবিন্যস্ত সুদীর্ঘ সময়।

আমার কাছে ''স্বাধীনতা' মানে বঙ্গবন্ধু
জাতীর পিতা শেখ মুজিবুর ও মুক্তিযোদ্ধার প্রাণ
তারা এনেছিলেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র,
একটি রক্তখচিত পতাকা ও বিশ্ব সম্মান।

তবে- আমরা রাখতে পারিনি সম্মানের মর্যাদা
বলতে পারেন প্রকৃত স্বাধীনতা আজ কোথায়?
আছে শুধু দিবস, বক্তৃতা এবং গল্প-কবিতায়
স্বাধীনতার প্রকৃত রূপ, স্বাদ-গন্ধ আজ মৃতপ্রায়।

রচনাকাল: ২৬ মার্চ ২০২১ ইং
দৈনিক ফুলকি, ০৫ এপ্রিল ২০২১ ইং
দৈনিক চ্যানেল দূর্জয়, ১৩ মে ২০২১ ইং