আমার চোখে তুই স্বর্গের অপ্সরী
তোর চোখে চোখ রেখে চিরদিন
হতে পারি আমি নীল নদে লীন,
যদি থাকে ও চোখে প্রেম পেয়ালা ভরি।
আমার চোখে তুই জীবনানন্দের বনলতা
অশান্ত পৃথিবীর শান্ত নদীর মোহনা
তোর ভাবনায় কত শত ক্ষত আর যাতনা,
সে যাতনা বিষে মরেও- বাঁচার বিশালতা।
আমার চোখে তুই এক নদী অথৈ জল
ইতিহাস খ্যাত ট্রয়নগরীর দুর্লভ সেই হেলেন
তুই চাইলে ভুলতে পারি বিশ্বরাজার হেভেন,
তোর ভাবনায় উথলে প্রেম দারুন ছলাৎ-ছল।
আমার চোখে তুই মন্তুর সেই অস্থির টুনি
ছুটে চলা আবেগী মন, উদাসী জীবন
মস্তিস্ক জুড়ে শত শত স্মৃতির রোমন্থন,
শেষ বিকেলে হলাম আমি, আমার সুখের খুনি।
রচনাকাল: ০২।০১।২০২০ ইং