আমার চোখে এই পৃথিবী
ক্ষুদ্র কাঠের টুকরো
তুষ অনলে পুড়ছে নিত্য
শনিবার হতে শুক্র।
আমার চোখে এই পৃথিবী
অমানুষের আবাস
রক্তের গন্ধে উন্মাদ হয়ে
স্লোগান তোলে সাবাস।
আমার চোখে পৃথ্বী এখন
বিষাক্ত মরুর ধূলি
ক্ষণকালের জীবন সাঙ্গ
পরিপূর্ণ হলে ঝুলি।
রচনাকাল: ৩০।১১।২০২০ ইং
দৈনিক মুন্সিগঞ্জের খবর, ২৬ ডিসেম্বর ২০২০ ইং
সাপ্তাহিক কবির কলম, ০৬ আগস্ট ২০২১ ইং