লোকে বলে আমি যে অলস
শুধু বসে বসে খাই,
কাজ নেই তাই ভাবি
যতসব, অকাজের কবি
সংসার চিন্তা নাই।
আমার নেই কোনো সম্পদ
নেই কোনো বাড়ি-গাড়ি,
লোকে করে বলাবলি
আমি নিঃস এক শূন্যথলি
নেই চাল-চুলো-হাঁড়ি।
আমি নিরস বেঁচেও লাশ
এই ধরণীর মাঝে,
চার আনা নেই মূল্য
আমি ডাস্টবিন সমতুল্য
ওরা মরে যায় লাজে।
আমি এক অভিশপ্ত জীব
বাস করি এই দেশে,
আমাতে শুধু শূন্যতা
ঘিরেছে যতরূপ দন্যতা,
চির বার্ধক্যের বেশে।
না-- আমি সম্পদহীন নই
আমারও আছে সব,
সংসার জীবন আছে
আমারও অর্থবিত্ত আছে
করো নাতো অনুভব।
শুধু তোমাদের চিন্তাধারা
আমার সাথে মেলে না,
আমার আছে স্বদেশ
প্রাচুর্যে ভরা এ বাংলাদেশ
সেটা খরচ করি না।
সংসারের কথা বলেছিলে?
তোমরা তো পরিবার-
নিয়ে ভাবছো সতত,
আমি বিস্তৃত বিশ্বজগত
চাই হাতে ধরিবার।
রচনাকাল: ০৯।১১।২০১৭ ইং
দৈনিক ফুলকি, ২৮ ডিসেম্বর ২০২০ ইং
দৈনিক মানভূম সংবাদ, ১৮ জানুয়ারি ২০২১ ইং
দৈনিক মানভূম সংবাদ, ১৮ অক্টোবর ২০২২ ইং
দৈনিক ঘাঘট, ০৯ ডিসেম্বর ২০২৩ ইং