একদিন দেখিলাম গাঁয়ের ঐ বাটে
লাঙ্গল কাঁধে চলেছে কৃষক মাঠে,
কৃষকেরা পরিশ্রম করে সারাবেলা
হাসি মুখে ফেরে সে সন্ধ্যাবেলা।
এদেশের তরে যায় যদি'গো প্রাণ
বিনিময়ে বাঁচবে আমাদের কৃষাণ,
কৃষকেরা নিদারুন অতি মহান
তবপ্রতি মোরা দেখাবো সম্মান।
দিনভর কৃষাণ কাদা-মাটি গড়ি
ফলিছে ফসল সারাটা বছর ভরি,
অন্যের জন্য খাটিছে তারা-
জিবন ভরে বেলা-অবেলা,
তাইতো আমাদের মুখে আজ-
জুটেছে অন্ন'র মেলা।
রচনাকাল: ২৮।০১।২০০৬ ইং
সাপ্তাহিক শব্দের ভেলা, ৩০ সেপ্টেম্বর ২০২০ ইং