দেয়ালের ওপার থেকে
ভেসে আসছে কান্নার শব্দ
এপারে শোকে শোকে স্তব্ধ!
কোথাও নেই তুমি
সর্বত্র ক্লান্তি;
নেইতো ভালোবাসা-
একফোঁটা শান্তি!
গগন তলে কী যে ধোঁয়াশা!
মেঘে মেঘে পু্ঞ্জিভূত ভারি কুয়াশা
পেটে ইট পাথর
ক্ষুধায় নিথর-
দেহগুলো জ্বলছে,
আজীবন এভাবেই জ্বলে!
জন্ম হতে জন্মান্তর।
ওদের কি রক্ষা হবে না?
নাকি হতে নেই!
ওরা কি ভালোবাসা পাবে না?
নাকি পেতে নেই!
শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে-
কচুরিপানা হয়ে,
কখনো জলে কখনো ডাঙায়,
কখনো মারে, কখনো বাঁচায়।
শেষ হয় আলো আঁধারির খেলা
দিবস রাতির সব লেনাদেনা,
অনিঃশেষ শুধু শোষন-পীড়ন
পৃথিবীর কাছে রয়ে যায় শোষিত-
চিরদিন অচেনা।
রচনাকাল: ০৪।১১।২০১৭ ইং
দৈনিক পাঠক সংবাদ, ১০ জানুয়ারি ২০২১ ইং