মহাকাশে বসেছে- রুদ্ধদ্বার বৈঠক
ওখানেই চলছে নিশ্চয় জয়ের মালা গাঁথা,
একটি রক্তাক্ত লহিত পতাকার কাঙ্খিত নকশা।
ভূপৃষ্ঠে সাহসী মায়ের আঁচল তলে লালিত -
তোমরা বিপ্লবী বীরসেনা চালিয়ে যাও লড়াই,
নির্ভয়ে চালিয়ে যাও যুগান্তরকারী মহাবিক্ষোভ।
পর্বত নদী কাঁটাতার ডিঙিয়ে
আমার মত কোটি জনতার গহীনে-
সাজানো আছে স্বাধীনতার মৌন-মিছিল।
একক মহাসত্ত্বার নামে স্লোগানে মুখরিত-
ক্রমশ ভারি হচ্ছে উপমহাদেশের আকাশ বাতাস;
চেয়ে দেখো জ্বলে যাচ্ছে শত্রুর ধেয়ে আসা বিমান।
দাজ্জালী শক্তি যতই জ্বালিয়ে দিক আগুন
প্রস্তুত কালো ঝান্ডাবাহী জান্নাতি এন্টিশিখা
জাহান্নাম হয়ে জ্বলবে শত্রুর বুকের পাঁজরে।
এ-তো হাজার বছরের প্রকাশিত সত্য মিথ্যার উপাক্ষাণ।
ভয় নেই, অচিরেই নামবে জিব্রাইলের ডানা
শীঘ্রই ভেঙে দিবে সত্যের উপর মিথ্যার বিবাদ।
ভেঙে দিবে কাঁদামাটির প্রভু -অসাঢ় মূর্তি
ক্ষণস্থায়ী জালিমের নশ্বর তর্জনীর প্রাচীর।
রচনাকাল: ২২।০৯।২০১৯ ইং
দৈনিক ঘাঘট, ২৪ সেপ্টেম্বর ২০২০ ইং