এখনও ভালো লেখা
মন কাড়ে পাঠকের
এখনও ন্যয়বান কলামির
ভয় আছে আটকের।
এখনও ভালো লেখা
তৃপ্তি আনে লেখকের
এখনও দেশপ্রেম দাবানল
জেগে ওঠে সু-লোকের।

রচনাকাল: ২২।০৬।২০২১ ইং
দৈনিক কালের চিত্র, ২৬ জুন ২০২১ ইং