তুমি জানো না এ হৃদপিণ্ডে কতটা ক্ষত!
কোটি কোটি, অগণিত নাকি শত শত!
তোমার দুটি চোখের কাজলে এঁকেছিলাম-
জীবনের অপ্রস্ফুটিত লক্ষ কোটি স্বপ্ন,
চাইলে তুমি কাদামাটি করে গড়ে নিতে পারো
তবুও পোড়ামাটির মত স্বপ্নগুলো করো না দুঃস্বপ্ন।
ওগুলো প্রস্ফুটিত না হোক
পূর্নতা না পাক
এতটুকু বাঁচিয়ে রাখো আশা
যেন খুঁজে পাই প্রেম, একটু ভরসা।
রুক্ষমূর্তি সাহারার বুকে একফোঁটা জল দাও
স্বপ্নের ঘোরে অন্তত বেঁচে থাকুক জীবনটা
প্রাণ পাক একটুকরো হৃদয়, দাও- একটু অধিকার দাও
যতক্ষণ না আসে কাঙ্খিত সেই মরণের ঝাপটা।
নাই'বা দিলে তুমি- তোমাকে
একফোঁটা জল দাও
একশিশি অক্সিজেন দাও
একটু বাঁচতে দাও!
রচনাকাল: ১৮।০৬।২০১৯ ইং