"গতকাল" শব্দটি বেশ অদ্ভুত লাগে আমার কাছে।
গতকাল শব্দতে মিশে আছে
অজস্র হাসি, আনন্দ ও সুখানুভূতি;
গতকাল যে দিনটি গেছে তাতে মিশে ছিলো
নীলরঙা সহস্রাধিক বেদনার পাহাড়;
না--না, এসবের কিছুর জন্য নয়।
অদ্ভুত লাগে, হাজার বছর অপেক্ষা করেও
ফিরো পাওয়া যায় না তাকে
লক্ষ কোটি গতকাল পড়ে থাকলেও
ফিরে পাওয়া যায় না একটি "গতকাল'
সে কখনো ফিরে আসে না!
কখনো ফিরে আসবে না!
খুব সহজে প্রতিদিনের মতো আমিও একদিন
একদিন আমিও হঠাৎ---
গত হয়ে যাবো!
রচনাকাল: ২৩।০৬।২০২১ ইং
দৈনিক ঘাঘট,০১ জুলাই ২০২১ ইং
দৈনিক আজকের প্রত্যাশা, ০২ জুলাই ২০২১ ইং
দৈনিক কালের চিত্র, ২৫ নভেম্বর ২০২৩ ইং