সমস্ত বাঁধা পেরিয়ে একদিন
হয়তো বা আমারও হবে কোন গতি
একদিন মাথা তুলে সংকট ভুলে
আমিও বিন্যাস্ত লাইফে উঠবো,
যেভাবে ডেভেলপ করছে সুজন ও মতি
আমিও হয়তো ফুল হয়ে ফুটবো।

অমাবস্যার আঁধার ছাড়িয়ে একদিন
হয়তো উঠে আসবো দীপ্ত দুপুরে
একদিন ঝেড়ে ফেলে হতাশার গুঞ্জন
আমিও বিষন্নতা ভুলবো,
যেভাবে ভুলে যায় মানুষ অর্থের ঝুমুরে।

রচনাকাল: ৩০।০৮।২০২১ ইং
সাহিত্য আলো ম্যাগ, ০৭ সেপ্টেম্বর ২০২১ ইং
দৈনিক যুগের কথা, ১২ সেপ্টেম্বর ২০২১ ইং
দৈনিক কালের চিত্র, ০৯ ডিসেম্বর ২০২৩ ইং