জনতার মাঝে আজ আগুনের স্পর্শের অভাব
হারিয়ে গিয়েছে তেজ, বাঙালির জ্বলন্ত স্বভাব,
নিভে গেছে অগ্নিগর্ভ উত্তরে হিমেল হাওয়ায়
হাত-পা গুছিয়ে যেন মাথা গুজে আছে দাওয়ায়।
কোথায় সে উদ্দীপ্ততা? কোথায় সে হারানো যৌবন?
কোথায় সে সৈনিকেরা? প্রকৃত মুজিবের আস্থাভাজন।

যারা শেখ মুজিবের আগুনের স্পর্শে জ্বলেছিলো-
একটু একটু করে চব্বিশটি বছর অতঃপরে,
চুড়ান্তভাবে জ্বলেছে সুদীর্ঘ নয়টি মাস যাবৎ
ওরা ঘর-বাড়ি নয়, আগুন জ্বেলেছিলো অন্তরে।
হরতাল মিছিলে নয়, কলে-কারখানাতেও নয়
ওদের আত্মবিশ্বাসে আগুন জ্বেলেছিলো সেদিন,
বিক্ষোভ বিদগ্ধে নয়, ককটেল বাজিতেও নয়
ওরা অগ্নি মানবের স্পর্শে করেছে দেশ স্বাধীন।

সাতকোটি বাঙালির হৃদয় অগ্নিতেই পোড়ায়
বিষক্ত সর্পের দেহ, আজ এতো কিসের দোহায়?
আজতো তোমরা বেশি, সংখ্যায় প্রায় আঠারো কোটি
জেগে ওঠো পুনারায় স্বহস্তে ধরো শত্রুর টুটি।
চক্রান্তিক ষড়যন্ত্রে যারা লুটে-পুটে পেট ভরে
আন্তর্জাতিক আড্ডায় দেশ বিক্রি করে অর্থ গড়ে,
মুখে বুলি আওড়ায় লাইভ চ্যানেল, সেমিনারে
ওদিকে জীবন ঝরে শহরের গলি, কখনো কাঁটাতারে!
স্বাধীনতার প্রত্যয়ে জ্বলে ওঠো আবার দ্বিগুণ
মুক্ত হোক দেশদ্রোহ, ছড়িয়ে যাক চিরফাগুন।

রচনাকাল: ০৭।০৩।২০১৭ ইং
দৈনিক ঘাঘট, ০২ অক্টোবর ২০২০ ইং
দৈনিক ঊষার বাণী, ২৬ আগস্ট ২০২১ ইং