সপ্তদল মহাকাশের নিচে
পৃথিবী নামক গ্রহাভ্যান্তর ভূপৃষ্ঠে
দলিতমথিত প্রাণহীন হিমশীতল অগণিত দেহ
বাসস্থান খুঁজে নেয় ডাস্টবিন স্তুপ--
রাস্তার মোড়, আইল্যান্ডের উপরে।
শৈত্যপ্রবাহে কাঁপতে থাকে হৃদপিণ্ড
আর আমি রঙিন কাঁচের ফাঁকে উঁকি দেই
টেনে দেই আধখোলা জানালার কপাট
পরম উষ্ণতায় জড়ায় প্রিয়তমার চিবুক
জানি তবুও তোমরা আমাকেই মানুষ বলবে!
কিন্তু ওরা রাস্তার ভিক্ষারি, মাতাল, উন্মাদ
হুহু করে কেঁদে ওঠে সমকালীন মানবতা।
রচনাকাল: ২৩।১১।২০২০ ইং
দৈনিক আলোকিত দেশ, ২২ ডিসেম্বর ২০২০ ইং
দৈনিক মানভূম সংবাদ, ২৫ ডিসেম্বর ২০২০ ইং
দৈনিক ফুলকি, ০৪ ডিসেম্বর ২০২৩ ইং