হাতেই পুড়ছে নিকোটিন শলাটা-
মুখে টকটকে ক্ষত-লাল।

পুড়ছি আমিও--
আজন্ম সকাল- আগুন পোড়া।

টুপ করে ঝরে পড়ে ছাই-
আমি আর কষ্টের কিছু পোড়া রঙ।


কপি স্বত্ব- সআ