শহর খুঁজছে কিছু বিপন্ন শব্দ
মেঘ ভেঙ্গে ভিজে যায় রাত্রি
জ্যামিতির কোণে গলতে থাকে গৃহস্থ রং
বিজলির আগ্রাসনে

খাঁপছাড়া হতে হতে  সহজেই
সখ্যতা গড়ে ওঠে সখী পাড়ায়

পাতার নূপুরে বাজতে থাকে বৃষ্টির গান

কচু ফুলে  মেখে আছে গভীর অনুরাগ