বেহালা বাজছে হামাসের ঠিকানায়
বিউগলে লেখা হচ্ছে কেজিবি,মোসাডের পতাকার সংসার
একটু দাঁড়াও...এই ছায়াদের গভীরে
হত্যাযজ্ঞে রক্তের চিহ্ন তুলে রাখি কিছুটা সময়
ঠোঁটের পৃষ্ঠায় প্রবল রক্ত চাপে ছেপে থাক সংলাপ
হাওয়ায় বাড়ছে প্রশ্বাসের ক্ষরণ
ইথোপিয়ার সীমানায় হারিয়ে ফেলা স্নাইপিং এসল্ট
চোখ রাখি লোকেশান ট্রাকারে
কোণহীন বাঙ্কারের রঙয়ে
পুড়ছে, পাতায় পাতায় ছাপা যুদ্ধ খবর
ঈশপের গল্প
সাঁজোয়া যানে দীর্ঘ ব্যাকরণ নথি
রান্নার আয়োজনে তেলবাহি জাহাজের ট্রানজিট
আরো একটু থাকো,ঠোট রাখো এখানে
আমাদের ভালবাসা জিইয়ে রাখি মুগ্ধ চুমুর সাক্ষরে
জীবন রাখি এ শীতল অনুচ্ছেদে
এ প্রেমি শহরে উড়ছে স্নাইপিং নিষিদ্ধের প্রজ্ঞাপন, পতাকা রঙয়ে