যে ঘরটায় আমরা থাকি
তার উপর বিশ্বাসী নির্ভরতা আছে
এই ঘরের জানালা গলে
হাসিরা রোদ্দুর মাখতে যায়
কুয়াশারা তোমার চোখ রাঙানি দেখে
চালের ফাসা গলে ঢুকে পড়া রোদের সাথে খুঁনসুটি যত তোমার...
এই ঘরটায় ছিল আমাদের
কালো মেঘের ভয় ছিলনা এখানে
এখানেই লুকিয়ে আছে আমাদের ফিসফাসেরা
আঙ্গিক গল্পের পটভূমি...
আমাদের স অ ব ভালবাসারা
যখন কুয়াশাদের আচ্ছন্নতায় আলো আঁধারী হলো
চাঁদের আলো
বিশ্বাসে ভঙ্গুর বিষন্নতার আস্তরণে
আমাদের স্বপ্ন চুমুদের অভিমানী জায়গা বদল হল
উড়ো হাওয়ার
শ্রাবস্তি
এখানে আজ কোন টিপ নেই
তোমার সাজ ঘরের আয়নায় লেপ্টে
শুধু রাত জুড়ে আমাদের
ছায়া গল্পেরা আয়নায় জেগে ওঠে
তোমার গানেদের অগোছালো সুরে...
এক বিকেলে খোয়াব নামার তর্জমায় লিখেছে
স্বাপ্নিল মুখর রাতের বিপর্যয়
মানে..
স্বপ্নের জন্য ভেঙ্গে চুরমার হওয়া আমাদের কথা
সেই মেঘ কালো রাতে ঘর ভেঙ্গে চুরচুর হয়েছে বিশ্বাস...
আমাদের মাঝে সহজ দীর্ঘতা বাড়িয়ে
সস্তা বইয়ের এসব খুব ফালতু লেখা তাইনা
১৭জানুয়ারী ২০১৬