শরৎ

   শরৎ এসেছে কাশবনে,
            জড়োসড়ো কুয়াশা মেখে।

তার ঘুম ভেঙ্গে যায়।
ঘুম ভাঙাতে খুব রাগ হয়।
আড়মোড়া ভেঙ্গে ফুঁসতে থাকে,
                                         উঠে দাড়ায়।

এ লক্ষন তার খুব চেনা।
সে স্থিরতা ফিরে পেতে ঘটিতে ঠোঁট ডুবিয়ে...

অবসাদ ভেজা শরীরে
অবাক হয়ে দেখে শরৎ জমে আছে
নদী জুড়ে...