হায় ঈশ্বর!
কী অপরূপ! সুন্দর এই সমুদ্র
                                অববাহিকা

বাতিঘর ডাকছে...

সোনামনিকে আদর করি আদোর কুড়াই

সোনামনি কাঁদছে
          আমার সোনামনির চোখে ভিজে জল
ওহ!ঈশ্বর...
            চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছে

স্যাতস্যেতে উপত্যকার ভেজা মাটির সোদা গন্ধ
     উণ্মাদ সমুদ্রবেলা

হে ঈশ্বর
        আমি জেনে গ্যাছি তোমার সৃষ্টি-বিনাশ