ঘোড়সওয়ার
-------------------
সন্ধ্যে সন্ধ্যে দৃষ্টি
অপেক্ষার গলিতে সওয়ারি ঘোড়া
রাত নিশ্বাসের ঘেমো গন্ধ বইছে ত্রস্ত পায়ের হাওয়ায়
একটি ছায়ার দৈর্ঘতা কমছে ভ্রষ্ট পাড়ায়
শালা হারামজাদা... জরিনার ঘর থেকে উদ্বাস্তু চিৎকারে জানা যায়
ছেঁড়ানোটে পরিষেবার বানিজ্যিক কিচিরমিচির
"কোবি"লেখা স্যাডল ট্যাগে ঢলে পড়ছে উৎসুক চন্দ্রিমা...
পেচ্ছাপ
----------
চেয়ার জুড়ে মাত্রাবন্দি নঁকশিকাথার মাঠ...
শিকারির চৌকশে রক্তাক্ত হরিণ শিকার
স্বরহীন জনপদের শিরোনামে শিষ্ঠাচার নিবন্ধ
কলাচাষীর মৃত্যু সনদ মান-কচুর তন্ত্র-মন্ত্রে...
এ্যামোনিয়ার বাস্প উড়ছে
শব্দপতির দখলি বৃত্তে...
স্পেস
------------
পেন্ডুলামে ঘুরছে আবহাওয়ার খবর
ম্যাপ টলছে উষ্ণ-আদ্রতায়...
জন্মো থেকে বড় হতে গিয়ে বুড়োই টলছে কুষ্টি...
হে ঈশ্বর
পুনরাধুনিক হাওয়ার কোডিং বদলে দাও
কিপ্যাডের স্পেসবারের দখলটা যেন আমারই থাকে ...