ধুলোঝড়,
অক্ষরের শহরে...

বহুআগে...মলিন খুব।ভালবাসা।

তুমি জেগে থাকলে আমি বেচে যায়...
বেচে থাকে আরেক জীবন,অন্যকেউ।

এইসব ভালবাসাবাসি,প্রেমোন্মাদ...
তবুওতো পাঠশালা তুমি,জীর্ন স্বপ্নের পাঠশিখি।

বহুমিথ্যে দিয়ে রাতদিন... আমি তুমি আরো কতো সোনালতার নদী পেরোনো গল্প...

চোখের অন্তরে যে ক্ষত... তুমি,ভালবাসা।

আমি,আমাদের মিথ্যে হওয়ার প্রানান্ত...

তবু কেঁপে ওঠে ঠোটের প্রান্ত,
আঙুলে ছুঁয়ে থাকি তুমি।
ভালবাসা বহুকাল...

১৪.৬.১৭ ইং