আমাদের রাত জাগা সে ঘরের ছাউনিতে জোছনার গলিপথ;
মুখোমুখি শুয়ে থাকা  তোমার ঠোঁটে চাঁদের ছায়াপথ,
স্বপ্ন করিনি ভাগ শুধু লক্ষ যুক্তি আর
কথার পিঠে কথায় পার করা সারারাত!

এখন যেমন স্বপ্ন দ্যাখো;
দিন পেরিয়ে ঘরে ফেরার
তখন সন্ধ্যা কোথায় ছিলো!
একলা থাকা তোমার ঘরে;
বিছান কাঁথা  তেমনি আছে,
কাটছে কেমন রাত দুপুরে!

স্বপ্নগুলো করছে কি আর;
জোছনা পথে আসা যাওয়া,
অনেক দুরের আমরা এখন
নিজের পথে হাটতে চাওয়া।

আমরা কি সেই  আগের মতো, ফিরতে পারি একই ঘরে!
ঠোঁটের পরে গান রেখে; পার করা রাত ভাঙা সুরে
ছিঁড়ে গ্যাছে শার্টের বোতাম, মিছেই খোঁজা এমনি করে!
তোমার গায়ের  ওড়নাখানি যত্নে আজো আমার ঘরে ||

সআ
কুয়াকাটা পথের বাসে
০৫/১২/২৩