*অসহায়*
দু`আঙুল মুখোমুখি।ঈদ মোবারক।
মধ্যে।বাট।
অন্তরীপ।
ভূকম্পন
হাইপার এ্যাজমা
জলোচ্ছাস...
আহ! মরণ!
*ঘুম*
অন্ধ্য।হাতবুলিয়েই সংখ্যা যাচাই।
হাতবুলিয়েই ঘুমডাকি।
পাশফিরে শুই
এপাশ
ওপাশ
চোখের পাপড়িরা ঠাঁই দাড়িয়ে...
নিবুনিবু ঘুমঘুম
আয় আয় ঘুম আয়
তানপুরার উথাল পাথাল সুর থামতেই
ভেজা পাপড়িদের চোখ জুড়ে ঘুম...