কোন কবিতা নয়
সাদা পৃষ্টায় ৪৬ তম চিঠি
ভুলভাল অন্ধকারে

এসবের কোন মানে নেই
শহরটাই মিথ্যে

নতুন ব্লকবাস্টারের চমকটাই আলাদা...

মুক্তি দিই
    ঘুমঘরের দীর্ঘশ্বাস
ক্যালেন্ডারের  রক্তচাপ বাড়ে বাড়ুক

তৃতীয়া চাঁদের গল্পটার শেষ পাতাটা পড়বো বলেই রাত জাগি...

খুব অন্ধকার...পাতা জুড়েই তুষার ঝড়...
       অপেক্ষা
(মানচিত্রে অপেক্ষার সীমানা আঁকা হয়নি)