আয় এইবেলা বেহালা বাজাই
নাগরিক সাদা-কালো তোলা থাক মাস্তুলে,
আমরা ভুলে যায় এ শহরের প্রতিবন্দি জনারণ্যে
সহসা মৃত্যু আসে রাতের ঘোরে
অঘোসিত সান্ধ্য আইনে....কারাবন্দী সময়,
এই বেলা মন্ত্র জপি আন্ধা চোখে
প্রজাতন্ত্রের জলসা বসাই..কবিগানে
এ নাগরিক জনপদে পদ্মায় ডুবে মরেছে মিছিলের শ্লোগান
প্যারালাইসিসে জনতার হাত
আয় তবে নিতম্ব পদাঘাতে করতালির সুর-ছন্দ তুলি
রাষ্ট্র বাহবা কুড়াক,
এ মৃত শহরে আজ হৈচৈ কোলাহল নেই
শব্দহীন শব যাত্রার মিছিলে উন্নয়ন আসে
রাত ভোর,পদাবলী বাজে মার্সেনারীর ঠোঁটে
দিনের আলোক উজ্বল যাত্রাপালায় হাতকড়ার মিউজিকে কারাবাসী নৃত্য,
রাষ্ট্রতন্ত্রের পরিচালনায় চলছে প্রদর্শন
আমি তার ফিরিস্তি লিখি সম্পাদকীয় কলামে
কবি তুমি স্ক্রিপ্ট লেখ রোজ প্রযুক্তি সম্প্রচারের.....