কথারা থেমে যায়...
অনুক্ত গল্পে গল্পে রাত বাড়ে..
গাঢ় হয় আধারের মৌনরঙ
চিনচিনে বেদনারা লাভা হয়..
গানের সাথে বাড়তে থাকে তবলার বোল
আশ্চর্য প্রদীপের রাজ প্রাসাদে বর্ণালী আলোর মিছিলে ঝাড়বাতির আলোর অলংকার বাড়তেই থাকে...
আমি অলীক পুরীর আর্য মানব...
দু..উ..র আকাশে হলদে-কুসুম সুর্যের হাসি.....
(কাব্য চায় নান্দনিকতা ও সদর্থক মনোভাব)